স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ জুন : প্রকাশিত হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকা। শুক্রবার পর্ষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করেন পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণ চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ১০ জনের তালিকায় ২০ জন ছাত্র-ছাত্রী স্থান পেয়েছে। প্রথম হয়েছে এক জন। তার নাম জয়দীপ রুদ্র পাল। তার প্রাপ্ত নাম্বার ৪৯৩। ৪৯২ নাম্বার পেয়ে দ্বিতীয় হয়েছে সপ্তদীপা নাথ। ৪৯০ পেয়ে তৃতীয় স্থান দখল করেছে ঈশিতা সেন ও রক্তিম দেবনাথ। ৪৮৯ নাম্বার পেয়ে চতুর্থ হয়েছে তনুশ্রী সাহা।
৪৮৮ নাম্বার পেয়ে পঞ্চম হয়েছে অনামিকা দেবনাথ, কৃতি দে, অর্ণব বসাক ও তাপস দে। ৪৮৭ নাম্বার পেয়ে ষষ্ট হয়েছে তৃষা দাস। ৪৮৬ নাম্বার পেয়ে সপ্তম হয়েছে স্বর্ণালি দেবনাথ, তৃষা পাল ও তানিয়া খাতুন। ৪৮৫ নাম্বার পেয়ে অষ্টম হয়েছে দীপা সরকার, মিঠু নাথ, মুন্নি বেগম ও রেশমি রায়। ৪৮৪ নাম্বার পেয়ে নবম হয়েছে দেবলিনা দেবনাথ ও করন কর্মকার। ৪৮৩ নাম্বার পেয়ে দশম হয়েছে প্রিয়া সাহা। অপরদিকে বোর্ড সচিব দুলাল দে জানান মাধ্যমিক পরীক্ষায় প্রথম ১০ জনের তালিকায় স্থান পেয়েছে মোট ২৫ জন। ৪৯০ নাম্বার পেয়ে প্রথম হয়েছে অন্তরিক্সা পাল। ৪৮৯ নাম্বার পেয়ে দ্বিতীয় হয়েছে ইন্দ্রানি ভৌমিক। ৪৮৮ নাম্বার পেয়ে তৃতীয় হয়েছে সুমিত দেবনাথ ও অমিত দাস। ৪৮৬ নাম্বার পেয়ে চতুর্থ হয়েছে দিপজয় পাল। ৪৮৫ নাম্বার পেয়ে পঞ্চম হয়েছে অনির্বাণ দেবনাথ, ঈশা দত্ত, বিশাল সেন, আদ্রিতা ঘোষ ও তুলিকা চৌধুরী। ৪৮৪ নাম্বার পেয়ে ষষ্ট হয়েছে প্রিয়ম দেবনাথ, সুস্মিতা দে ও দিপশিখা কর্মকার। ৪৮৩ নাম্বার পেয়ে সপ্তম হয়েছে দেবজিৎ সরকার। ৪৮২ নাম্বার পেয়ে অষ্টম হয়েছে বিথি সিংহ, দিপজয় সূত্রধর, কর্নিলি দেববর্মা ও দেবী সেন। ৪৮১ নাম্বার পেয়ে নবম হয়েছে দৃষ্টি দেবনাথ, মৃন্ময়ী দেব ও আন্বেশা বিশ্বাস। ৪৮০ নাম্বার পেয়ে দশম হয়েছে অনুস্কা রুদ্র পাল, অমর্ত্য দাস, ঋষিতা পুরকায়স্ত ও অনির্বাণ চক্রবর্তী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনেক দিন আগেই প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেই সময় চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা সম্ভব ছিল না। কারন ফলাফল করার পর অনেক পরীক্ষার্থী তাদের উত্তরপত্র পুনঃমূল্যায়ন করেছে। এতে অনেকের নাম্বার বৃদ্ধি পেয়েছে। তাই উত্তরপত্র পুনঃমূল্যায়ন সহ সকল প্রক্রিয়া শেষ হওয়ার পর এইদিন চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।