স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুন : শাসকদলের ঘরে বাড়ছে অশান্তি। নিজ নিজ পদ ধরে রাখতে পারছে না উপরমহলের নেতৃবৃন্দের থেকে শুরু করে তৃণমূল স্তর পর্যন্ত। লুটপাটের বাণিজ্য থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে বহু নেতা-নেত্রী। উল্লেখ্য, শারিরিক অসুস্থতার কারন দেখিয়ে পদ থেকে ইস্তফা দিলেন পঞ্চায়েত প্রধান। সেই সাথে পঞ্চায়েতের সদস্য পদও ছেড়েছেন তিনি।
পদত্যাগী প্রধানের নাম সুপ্তা রানী পাল। ঘটনা কুমারঘাট ব্লকের অধীন ফটিকরায় বিধানসভার গকুলনগর গ্রাম পঞ্চায়েতে। সম্প্রতি কুমারঘাট ব্লকের বি.ডি.ও -র কাছে তার ইস্তফা পত্র তুলে দিয়েছেন প্রধান। ইস্তফা পত্রে নিজের শারিরিক সমস্যার কথাই তুলে ধরেছেন তিনি। কুমারঘাটের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ ভৌমিক জানিয়েছেন ব্লকের তরফ থেকে গ্রহন করা হয়েছে তার পদত্যাগ পত্র। পদত্যাগটি খতিয়ে দেখা হবে। গকুলনগরের এগারো সদস্যক পঞ্চায়েতে প্রথমে একজনের মৃত্যু হয়। সম্প্রতি প্রধানের পদত্যাগে নয় সদস্যক হয়ে পড়লো পঞ্চায়েতটি। এদিকে নির্বাচনের প্রাক্কালে আচমকাই গেরুয়া ঘরের সমর্থিত প্রধানের পদত্যাগ ঘিরে এলাকায় শুরু হয়েছে নানান গুঞ্জন। এলাকারই কিছু নেতা শাসক দলের প্রধানের উপর দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করায় তিনি পদত্যাগ করেছেন বলে সূত্রে খবর। গত কয়েক মাসে পঞ্চায়েতে প্রধানের অনুমতি ছাড়াই নেওয়া হতো সিদ্ধান্ত। পঞ্চায়েতে চলছে হরির লুট বলে এলাকায় কান পাতলেই শুনা যায়। আর লুটপাট সামাল দিতে না পেরে পদ থেকে ইস্তফা দিলেন সুপ্তা পালকে।