স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : ১০ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে কেরোসিন ঢেলে হত্যা করায় শাশুড়ি পারুল বর্মনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিশালগড় আদালত। ২০১১ সালে ইতি সাহার বিয়ে হয়েছিল বিশালগড় থানাধীন দুর্গানগর রামছড়া এলাকার ধনঞ্জয় বর্মনের সাথে।
বিয়ের পর থেকে গৃহবধূ ইতিকে বিভিন্নভাবে নির্যাতন করত পাষণ্ড স্বামী ধনঞ্জয় বর্মন এবং শাশুড়ি পারুল বর্মন। ২০১৫ সালের ২১ মে শাশুড়ি পারুল বর্মন গৃহবধূ ইতির শরীরে আগুন লাগিয়ে দেয়। পরবর্তী সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গৃহবধূ ইতির। মৃত্যুর সময় ইতি বলে যায় তার শাশুড়ি শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত শাশুড়ি পারুল বর্মনকে আটক করে। তারপর শনিবার বিশালগড় আদালতের এডিশনাল সেশন জাজ শাশুড়ি পারুল বর্মনকে ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারায় সশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে ৫০,০০০ টাকা জরিমানা সহ এক বছরের অনাদায়ে এক বছরে সশ্রম কারাদণ্ড দিয়েছে।