স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ সেপ্টেম্বর : জলের দাবিতে উদয়পুর – কিল্লা রাস্তা অবরোধ করে মহিলারা। দীর্ঘ কয়েক মাস ধরে উদয়পুর কিল্লা বিধানসভা এলাকার জনগণ প্রচন্ড পানীয় জলের অভাব পোহালেই ভুরুক্ষেপ নেই প্রশাসনের। এলাকার বিধায়ক থেকে শুরু করে হাফ নেতা, ফুল নেতা, সিকি নেতাকে জলের সংকটের কথা জানিয়ে আসলেও সমস্যা সমাধানের কোন প্রয়োজনীয় উদ্যোগ নিতে দেখা যায়নি। এর আগে জলসম্পদ দপ্তরের অধিকর্তা জল সংকটে কথা জানানো হয়েছিল।
তখন জল সম্পদের দায়িত্বে থাকা এক আধিকারিক প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিদিন নিয়মিত ভাবে জল সরবরাহ করা হবে। কিন্তু সমস্যার সমাধান করেনি সংশ্লিষ্ট দপ্তর। তখন বাধ্য হয়ে এলাকার জনগণ রাস্তা অবরোধ করেছিল। তখনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতিনিয়ত জল সরবরাহ করা হবে এলাকায়। দপ্তরের আধিকারিকের কথা বিশ্বাস করে সেদিনও এলাকার জনগণ রাস্তা অবরোধ প্রত্যাহার করেছিল। সেই মোতাবেক দুইদিন এলাকায় নিয়মিতভাবে জল সংগ্রহ করেছিল। তৃতীয় দিন থেকে আজকে পর্যন্ত নিয়মিত জল সরবরাহ করতে ব্যর্থ হয়েছে জল সম্পদ দপ্তর। বাধ্য হয়ে শনিবার সকাল থেকে কিল্লা ব্রিজ সংলগ্ন এলাকা মহিলারা জলের দাবিতে রাস্তা অবরোধ করে। ফলে উদয়পুর- কিল্লা এলাকায় দুদিকে শতাধিক গাড়ি দাঁড়িয়ে পড়ে। চরমে উঠে মানুষের দুর্ভোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দীর্ঘক্ষন রাস্তা অবরোধ চলার পর খবর পেয়ে ছুটে আসে জল সম্পদ দপ্তরের আধিকারিকরা। দীর্ঘক্ষণ অবরোধকারীদের সাথে কথা বলার পর পথ অবরোধ প্রত্যাহার করা হয়।