Sunday, February 9, 2025
বাড়িরাজ্যচার্জশিট দাখিল করে জনতার আদালতে বিচার চাইল কংগ্রেস

চার্জশিট দাখিল করে জনতার আদালতে বিচার চাইল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুন : বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেস জনতার আদালতে বিচার চাইতে এক চার্জশিট তৈরি করেছে। এই চার্জশিটের মাধ্যমে জনতার আদালতে বর্তমান সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস। প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে বিজেপি সরকারের বিরুদ্ধে জনগণের আদালতে বিচার চেয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা নেতৃবৃন্দের সাথে বৈঠক করে এ চার্জশিট তৈরি করেছেন।

 এতে ষ্পষ্ট ভাবে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত তথা সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় কুমার। বিজেপি সরকার ঘরে ঘরে রোজগার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন পর্যন্ত ৫ শতাংশ সফল হয়নি। প্রতিবছর ৫০ হাজার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল এই সরকারের। কিন্তু চার বছরে নেতাদের গাড়ি বাড়ি কোটি টাকার সম্পত্তি হয়েছে। আর মানুষ অভাবের তাড়নায় সন্তান বিক্রি করছে। বিনামূল্যে শিক্ষা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার। চার বছরে বিনামূল্যে শিক্ষা প্রদান দূরের কথা, বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে সরকারি বিদ্যালয়ে থেকে টাকা নেওয়া হচ্ছে।

 আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। অপরাধজনক ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। মোট ১৩ চার্জশিট গঠন করেছে কংগ্রেস বলে জানান প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক অজয় কুমার। আগরতলা শহরে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও অপরাধমূলক ঘটনা কমছে না। এর পেছনে মূলত কি কারণ রয়েছে তার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশককে দায়ী করেন তিনি। তিনি বলেন রাজ্য পুলিশের মহানির্দেশক শপথ গ্রহণ করেছেন। কিন্তু উনার পরিচালনা কালে রাজ্যে আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে। আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে বাধ্য হবে বলে জানান তিনি। আসন্ন উপনির্বাচনের আগে এই চার্জশিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই এটি মানুষের কাছে তুলে ধরে বিচার করার জন্য বলা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। রাজ্যের মানুষের কোনো আশা-আকাঙ্খা পূরণ করেনি বিজেপি সরকার। তাই আসন্ন উপনির্বাচনে বিজেপির ভোট পাওয়ার কোন যোগ্যতা নেই। চার বছরে শুধু কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে এসে মুখ্যমন্ত্রীকে সার্টিফিকেট বিলি করেছেন বলে কংগ্রেস নেতা আশীষ কুমার সাহা।

আসন্ন উপ নির্বাচনের আগে বিজেপি পুনরায় মানুষের কাছে গিয়ে আবার প্রতারিত করতে চাইছে। রাজ্যের মানুষের উন্নয়নের অর্থ গত চার বছরে শুধু লুটপাট করেছে একাংশ বিজেপি নেতারা। তাই জনগণের কাছে আপিল করা হচ্ছে বলে জানান তিনি। আরো বলেন, যেহেতু দলটা মুখ্যমন্ত্রীর চেহরা বদল করে আবারো মানুষকে প্রতারণা করতে চাইছে তাদের হাওড়া নদীতে বিসর্জন দেবে জনগণ। সরকারটা প্রতিষ্ঠিত হওয়ার পর সব অংশের মানুষের ক্ষতি হয়েছে। মানুষ এই সরকার তাকে আর চাইছে না বলে জানান আশীষ কুমার সাহা। আরো বলেন আসন্ন নির্বাচনে রাস্তায় নেমে কংগ্রেস মানুষকে ভোটদানে উৎসাহিত করবে। মানুষ যাতে সঠিকভাবে গণতান্ত্রিক অধিকার প্রদান করতে পারে সেদিকে গুরুত্ব দিচ্ছে কংগ্রেস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য