স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুন : গোপন সংবাদের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করল উত্তর জেলা বনদপ্তরের কর্মীরা। জেলা বনদপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান তাদের কাছে গোপন সংবাদ ছিল কুমারঘাট থেকে জাতীয় সড়ক হয়ে একটি চেরাইকাঠ বোঝাই গাড়ি আসবে। সেই সংবাদের উপর ভিত্তি করে জেলা বন দপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথের নেতৃত্বে একটি টিম পানিসাগর মহকুমার চামটিলা এলাকায় ওতপেতে বসে।
মঙ্গলবার ভোর ৫ টা নাগাদ TR-05F-1590 নাম্বারের চোরাই কাঠ বোঝাই একটি বুলেরো গাড়ি চামটিলা এলাকায় পৌঁছানোর পর গাড়িটিকে দাঁড় করানোর জন্য বনদপ্তরের কর্মীরা সিগন্যাল দেয়। কিন্তু চোরাই কাঠ বোঝাই গাড়িটি সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সাথে সাথে বন দপ্তরের কর্মীরা গাড়ি নিয়ে চোরাই কাঠ বোঝাই গাড়িটির পিছু ধাওয়া করে। বাগবাগা থানাধীন নোয়াগাং বাজার সংলগ্ন এলাকায় বন দপ্তরের কর্মীরা চোরাই কাঠ বোঝাই গাড়িটি আটক করতে সক্ষম হলেও গাড়ির চালক পালিয়ে যায়। রেঞ্জার সুপ্রিয় দেবনাথ আরো জানান গাড়িটিতে ৬০ ফুট চোরাই কাঠ ছিল। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে। পরবর্তী সময় গাড়ি সহ কাঠগুলি নিয়ে যাওয়া হয় পানিসাগর ফরেস্ট বিট অফিসে।