স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুন : মদ খাওয়ার জন্য এক মহিলার বাড়িতে গিয়ে গণপিটুনিতে গুরুতর আহত হয়েছে এক ব্যক্তি। পরবর্তী সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে করলেন তিনি। মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ দাস। বয়স ৪১। বাড়ি দক্ষিণ মির্জায়। ঘটনা মোহনভোগ এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বিশ্বজিৎ মদ খাওয়ার জন্য মোহনভোগ এলাকায় এক মহিলার বাড়িতে যেতেন। তারপর এ নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। এর মধ্যে সম্প্রতি বিশ্বজিৎ আবার সেই মহিলার বাড়িতে গেলে তাকে স্থানীয় কিছু মানুষ ধরে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন।
তারপর খবর পেয়ে তার বাবা সেই বাড়িতে ছুটে গেলে জানতে পায় পুলিশ বিশ্বজিৎকে আহত অবস্থায় নিয়ে আসে মেলাঘর হাসপাতালে। হাসপাতালে আনার পর তার চিকিৎসা করা হয়। তারপর ছুটি নিয়ে হাসপাতাল থেকে বাড়ি যায়। তারপর ১ জুন সে অসুস্থ হয়ে পড়ে। উদয়পুর এনে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করা হয়। কিন্তু এরমধ্যে আবার ৩ জুন সে অসুস্থ হয়ে পড়লে তাকে মেলাঘর হাসপাতালে আনা হয়। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর মৃত্যুর কোলে ধরে করেন তিনি। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়া হয়।