স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুন : চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না ভগবানও। এবার চোরেরা থাবা বসিয়েছে আগরতলা লক্ষীনারায়ণ বাড়ির শিব মন্দিরে। মন্দিরের পুরোহিত জানান মঙ্গলবার সকালে এসে দেখতে পান মন্দিরে তালা ভাঙ্গা। তারপর মন্দিরের ভেতর প্রবেশ করে দেখে প্রতিমার স্বর্ণালংকার নেই এবং প্রণামী বাক্সের তালা ভাঙ্গা।
সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছেন। প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা নিয়ে। এই ঘটনায় স্পষ্ট শহরের মূল কেন্দ্রে অবস্থিত লক্ষীনারায়ণ মন্দির পর্যন্ত এবার নিরাপত্তার অভাবে আছে। কুম্ভ নিদ্রায় আছে পুলিশ প্রশাসন।