Sunday, February 16, 2025
বাড়িরাজ্যমনোনয়নপত্র দাখিল করল তৃণমূল কংগ্রেস

মনোনয়নপত্র দাখিল করল তৃণমূল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : শুক্রবার বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র এবং আগরতলা বিধানসভা কেন্দ্রের মনোনয়নপত্র দাখিল করার পর শনিবার তৃণমূল কংগ্রেস যুবরাজ নগরের প্রার্থী ডক্টর মৃনাল কান্তি দেবনাথ মনোনয়নপত্র জমা দেন।মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব, উত্তর জেলা সভাপতি এডভোকেট বাছিত খান সহ অন্যান্য নেতৃত্ব।

 প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মনোনয়নপত্র দাখিল করা হয়। সংসদ সুস্মিতা দেব বলেন, রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে করে চিটিং মুখ্যমন্ত্রীকে সরাতে হয়েছে বিজেপির। এবং বিজেপির বুঝতে পারছে তাদের গ্রহণযোগ্যতা ত্রিপুরা রাজ্যে কমে গেছে। তাই রাজ্যের মানুষ শক্তিশালী বিকল্প চাইছে। আজ শক্তিশালী বিকল্প একমাত্র তৃণমূল কংগ্রেস। রাজ্যের মানুষ বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। মানুষ বামফ্রন্টকে দীর্ঘ বৎসর ক্ষমতা দিয়ে দেখেছে। আর সমস্ত দেশে কংগ্রেসের বর্তমান যে অবস্থা তাতে ত্রিপুরার মানুষ কংগ্রেসকে ভোট দিলে ভোটটা নষ্ট হবে। তাই মানুষ যাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে তার জন্য আহব্বান জানান সুস্মিতা দেব। এদিন তৃণমূল কংগ্রেসের মনোনয়নপত্র দাখিল করাকে কেন্দ্র করে বেশ উৎসাহ উদ্দীপনা ছিল কর্মী-সমর্থকদের মধ্যে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তৃণমূল কংগ্রেসের সুবিশাল মিছিল সংঘটিত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য