স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : শনিবার আগরতলা স্থিত মুক্তধারা অডিটরিয়ামে এক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয় বর্গীয়র পৌরহিত্যে হয় বৈঠকটি। ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডলের উপনির্বাচনকে সামনে রেখে একটি নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা মনোনীত প্রার্থী ডা: মানিক সাহা, আসামের মন্ত্রী অশোক সিংহল, আসামের বিধায়ক দীপঙ্কর বড়ুয়া, বিজেপি-র সহ- সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মন্ডলের সকল পদাধিকারীগণ, মন্ডলের অন্তর্গত সকল মোর্চার সভাপতি, সাধারণ সম্পাদক, শক্তি কেন্দ্রের ইনচার্জ, বুথ ভেরিফিকেশন ইনচার্জ এবং সকল বুথ সভাপতি। বৈঠকে সিদ্ধান্ত হয় নির্বাচনী রণকৌশল। ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডলে প্রভারী হিসাবে দায়িত্ব পাওয়ার শেষ তিন মাসে এই কেন্দ্রের ৫৬ টি বুথে শারীরিক ভাবে উপস্থিত হয়ে সমস্ত কিছু পর্যালোচনা করা হয়েছে। উপ নির্বাচনকে সামনে বিভিন্ন স্তরের কার্যকরতারা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান সহ- সভাপতি রাজীব ভট্টাচার্য।