Saturday, April 20, 2024
বাড়িরাজ্যআশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে চিঠি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর

আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে চিঠি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : রাজ্যে মজুত কোভিড টিকা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। অবিলম্বে রাজ্যের সাধারণ নাগরিকদের তৃতীয় ডোজ বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করতে দাবি জানান মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কোভিড টিকা নিয়ে একটি চিঠি প্রেরণ করেন। চিঠিতে উল্লেখ করে বলেন, নির্ভরযোগ্য সূত্রে জানা যায় রাজ্যের বিভিন্ন মেডিকেল স্টোরে সুরক্ষিত প্রায় ৬০ হাজার ডোজ কোভিড প্রতিষেধক টিকা চলতি জুন মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে।

 বর্তমান সময়ে কোভিড প্রতিষেধক টিকা মহামূল্যবান সম্পদ। কি কারনে এবং কেন এই বিশাল সংখ্যক প্রতিষেধক টিকা ব্যবহার অযোগ্য হতে যাচ্ছে। উচ্চ পর্যায়ের তদন্ত জরুরি বলে দাবি করেন সুদীপ রায় বর্মন। তিনি আরো বলেন সরকারি নির্দেশিকা অনুযায়ী ৬০ বছরের কম বয়সি সাধারন নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় তৃতীয় ডোজ বিনামূল্যে প্রদান করার সুযোগ নেই। বেসরকারি প্রতিষ্ঠান থেকে অর্থের বিনিময়ে টিকাকরণের পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হল রাজ্যের বেসরকারি টিকা সহজলভ্য নয়। ৬০ বছরের কম বয়সি সাধারন নাগরিকদের টিকা গ্রহণের জন্য মোবাইল ফোনে এস এম এস পেয়ে খোঁজখবর করে হতাশ হচ্ছেন। অবিলম্বে এই বয়সের সাধারণ নাগরিকদের তৃতীয় ডোজ টিকাকরণের ব্যবস্থা করা প্রয়োজন বলে জানান তিনি। শ্রী বর্মণ আরো বলেন, ৬০ বছরের কম বয়সি সাধারন নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় তৃতীয় ডোজ টিকা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা জন্য। দেশের বেশ কয়েকটি রাজ্যে ৬০ বছরের কম বয়সি সাধারন নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে তৃতীয় টিকাকরণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য