স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : টানা নয় বছর লড়াইয়ের পর জয়ের হাসি হাসে মামলার আবেদনকারী। সিদ্ধার্থ শংকর সরকারের পিতা শংকর সরকার একজন টি সি এস গ্রেড ওয়ান অফিসার ছিলেন। ২০০৪ সালে ৪ মে মনু ধুমছড়া থেকে সিদ্ধার্থ শংকর সরকার কর্মরত অবস্থায় অপহরণ করে নিয়ে যায় বৈরীরা। শারীরিকভাবে ব্যাপক নিগ্রহ করে।
পরবর্তী সময় টিএসআর জওয়ানরা শংকর সরকারকে উদ্ধার করে। তারপর থেকেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। ২০১৩ সালে কর্মরত অবস্থায় তিনি মারা যান। পরে শংকর সরকারের স্ত্রী ভাস্করী দেবী ডাই হারনেস চাকরির জন্য আবেদন করেন। কিন্তু আবেদনে এক বছর অতিক্রান্ত হয়ে গেল চাকুরী মিলে নি ভাস্করী দেবীর। কিন্তু চাকরি না পেয়ে তার বড় ছেলেকে চাকরি দেওয়ার জন্য আবেদন জানান। নোডেল অফিসার উত্তর জেলার প্রশাসনকে নির্দেশ দেন চাকরি প্রদান করার জন্য। কিন্তু কোন সুরাহা না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়। ২০২২ সালে হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র রায় দেন মৃত শংকর সরকারের ছেলে শুভ্র শীলকে যাতে চাকরি প্রদান করা হয়। এর জন্য সময়সীমা বেধে যাওয়া হয় তিন মাস। রায়ের পর এ বিষয়ে বিস্তারিত জানানো আইনজীবী প্রশান্তকুমার পাল।