স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : জাতীয় সড়কে ভেঙে পড়লো বিশাল আকৃতির গাছ। শুক্রবার দুপুর নাগাদ বিশালাকৃতির গাছটি ভেঙ্গে পড়ে বড়মুড়ার মাঝ রাস্তায়। এদিন সকালে হালকা বৃষ্টিতে মাটি নরম হয়ে গাছটি শিখর সহ উপড়ে পড়ে রাস্তার উপর।
কিন্তু যদিও অল্পতে রক্ষা পেয়েছে জাতীয় সড়কের উপর চলাচলকারী গাড়ি। কিন্তু গাছ ভেঙে পড়ায় রাস্তায় আটকে পড়ে বহু গাড়ি। এমনকি দীর্ঘ সময় আটকে থাকে এম্বুলেন্সও। পরবর্তী সময় ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। বনদপ্তরের কর্মীরা গাছ কাটার হাত লাগানোর পর রাস্তা পরিষ্কার করা হয়। পথচারীদের দুর্ভোগ চরমে উঠে। তবে এভাবে মাঝ রাস্তায় গাছ ভেঙে পড়লে বড় বিপদ সংগঠিত হতে পারে বলে ধারণা যান চালকদের।