স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০মে : গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে শুক্রবার ভোর ধর্মনগর থানার পুলিশ এবং উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডারলং-এর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয় ধর্মনগর থানাধীন সোনারুবাসার বনবাড়ি এলাকায়।
অভিযান কালে হেলাল উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি দেশি পিস্তল, চার রাউন্ড কার্তুজ এবং প্রায় ৭,৮০০ ইয়াবা ট্যাবলেট। পুলিশ ২৫ বছর বয়সী এক গৃহবধূকে গ্রেফতার করে। তার নাম মামনি বেগম। জেলার পুলিশ সুপার আইপিএস অবিনাশ রাই জানান, গ্রেফতারকৃত মামনি বেগমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু হয়েছে। এখন তদন্ত চলছে।