স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০মে : উদয়পুর মহকুমায় ধ্বজনগর এলাকায় আসাম রাইফেল ক্যাম্প সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় দেখা দেয় চাঞ্চল্য।
এলাকার কমল মজুমদার জানায় প্রতিদিনের মতো শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পাশের বাড়ি ফজল আলীর বাড়িতে গিয়ে দেখেন তিনি ঘরের একটি রুমে পড়ে রয়েছেন। মাথার কাছে রক্ত পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ খবর পেয়ে ছুটে ঘটনাস্থলে। পুলিশ গিয়ে দেখতে পায় ফজল আলি ঘরে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়। পরে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে মর্গে।