স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০মে : ১৯৭০ সালে ৩০ মে কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল সি আই টি ইউ -র সংগঠন। শুক্রবার সংগঠনের ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজ্য সি আই টি ইউ -র উদ্যোগে রাজ্য কার্যালয়ে দিনটি পালন করা হয়। এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে।
তারপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। শংকর প্রসাদ দত্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারতবর্ষে আরও অনেকগুলি শ্রমিক সংগঠন আছে কিন্তু শ্রমিক স্বার্থ রক্ষায় তারা কখনো উদ্যোগ গ্রহণ করে না। পাশাপাশি তিনি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের নুতন চারটি শ্রম আইনের সমালোচনা করেন। তিনি এই শ্রম আইন শ্রমিক স্বার্থ বিরোধী বলে দাবি করেন। আম্বানি, আদানিদের জন্যই এই আইন বলে জানান তিনি। তিনি দাবি করেন অবিলম্বে চারটি শ্রম কোড বাতিল করতে হবে।