স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০মে : চোরের তান্ডবে অতিষ্ঠ আমজনতা, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান। আমবাসা কালী মন্দিরে একাধিকবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে, সিসি ক্যামেরা থাকা অবস্থায়ও চুরি হয়েছে কিন্তু আজ পর্যন্ত চোরের কোন হদিস পাওয়া যায়নি এমনকি চুরি হওয়া স্বর্ণালংকার পাওয়া যায়নি। এদিকে এই নিয়ে দুইবার চোরের দল থাবা বসিয়েছে মহকুমাধীন কুলাই কালী মন্দিরে।
বৃহস্পতিবার রাতে কুলাই কালী মন্দিরের দরজা ভেঙ্গে চোরের দল মায়ের স্বর্ণালংকার সহ নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। সকালে পুরোহিত এসে দেখতে পান মন্দিরের মূল ফটকের তালা ভাঙ্গা। খবর দেওয়া হয় মন্দির কমিটির লোকেদের। তারপর খবর দেওয়া হয় আমবাসা থানায়। পুলিশ এসে তদন্ত শুরু করে। মন্দিরের পুরোহিত জানান প্রতিদিন সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে ড্রাগস খোরদের আনাগোনা শুরু হয়। তবে এবার দেখার পুলিশ চোরের দলকে আটক করে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয় নাকি ফাইল চাপা পড়ে যায়।