স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০মে : বৃহস্পতিবার প্রবল বৃষ্টির মধ্যে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় রাজধানীর মহারাজগঞ্জ সবজি বাজারে। এদিন রাতের বেলা এগারোটা থেকে বারোটা নাগাদ আগুন দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর দেওয়া হয় মহারাজগঞ্জ ফায়ার স্টেশনে। সেখান থেকে কয়েক মিনিটের মধ্যে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু মহারাজগঞ্জ সবজি বাজারের রাস্তার প্রশস্ত অনেকটা কম হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দমকল কর্মীদের অনেকটাই বেগ পেতে হয়। আগুন ভয়াবহ আকার ধারণ করলে খবর দেওয়া হয় আগরতলা ফায়ার স্টেশন এবং বাধারঘাট ফায়ার স্টেশনে।
তারপর আরও দুটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তিনটি ইঞ্জিন দিয়ে দমকল কর্মীরা দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তারপরও আগুনে ভস্মীভূত হয় ছয়টি দোকান। শুক্রবার আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং কাউন্সিলর রত্না দত্ত ঘটনাস্থলে যান। ঘটনাস্থল পরিদর্শন করার পর তুলে ধরেন এই ঘটনার সম্পর্কে। তিনি বলেন অগ্নিকান্ডের সূত্রপাত নিয়ে এখনো কেউ কোনো কিছু বলতে পারছে না। তবে ছয়টি দোকান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তাদের কারোরই ইন্সুরেন্স নেই।
প্রশাসনিকভাবে যতটা সহযোগিতা করার সেটা অবশ্যই করা হবে। তিনি আহ্বান জানান যারা ব্যবসায়ী রয়েছেন তারা সকলেই যাতে প্রশাসনিক নিয়ম কানুন মেনে অবশ্যই ইন্সুরেন্স করেন। যাতে ক্ষয়ক্ষতি হওয়ার পর সহযোগিতা পান ব্যবসায়ীরা। এদিকে প্রশ্ন হলো আগরতলা শহরের প্রধান বাজারগুলির মধ্যে বহু ব্যবসায়ী নেই ইন্সুরেন্স। কুম্ভ নিদ্রায় আছে নিগম কর্তৃপক্ষ। এখন পর্যন্ত লক্ষ্য করা গেল না অভিযান চালিয়ে ব্যবসায়ীদের উপর আইন কানুন মানার জন্য চাপ সৃষ্টি করতে এবং সচেতনতা বৃদ্ধি করতে। নিয়ম কানুন লঙ্ঘন করে কিভাবে ব্যবসা করার উপর বিধি নিষেধ থাকলেও কার্যকর হয় না শুধুমাত্র সুশাসনের বাহানায়। এতে করে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন।

