স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : চার মাস পর কবর থেকে তোলা হলো মৃতদেহ। এলাকাবাসীর সন্দেহ খুন করে ফেলা হয়েছে আড়াই বছরের শিশুটিকে। বৃহস্পতিবার ধর্মনগর থানার পুলিশের তত্ত্বাবধানে পদ্মপুর হরিশচান্দ্ রোডে চার মাস আগে মাটি দেওয়া শিশুর দেহ তোলা হয়।
জানা যায় গত ৩১ জানুয়ারি পদ্মপুর হরি চাঁদ রোডের সাগর নাথের আড়াই মাসের শিশুপুত্র মৃত্যু হয়। ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শুভকে মৃত বলে ঘোষণা করেন। তার বাবা সাগর নাথের কারোর উপর কোন সন্দেহ নেই বলে ময়না তদন্ত না করে মৃতদেহ নিয়ে এসে মাটি চাপা দেয়। পরে এলাকাবাসীরা উত্তর জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারের কাছে মৃতদেহ তুলে তদন্তের জন্য আবেদন জানায়। পরে তদন্ত সাপেক্ষে বৃহস্পতিবার পুলিশ মাটির নিচ থেকে শিশুটির দেহ তুলে ফরেনসিক তদন্তের জন্য আগরতলা পাঠায়। যদিও শুধুমাত্র তার হারগুলো ছাড়া আর কিছুই মিলে নি পুলিশের। তবে মাটির নিচ থেকে শিশুটি দেহ তুলতে বিলম্ব হওয়ার কারণে পুলিশ জানায়, কবর থেকে মৃতদেহ তুলতে অনেক টাকা ব্যয় হয়। আর এই অর্থ রাশি ব্যয় হয় মহকুমার শাসককের ফান্ড থেকে। কিন্তু মহাকুমা শাসকের ফান্ড থেকে সঠিক সময়ে অর্থরাশি না পেয়ে পুলিশ সুপারকে অর্থ রাশি জোগাড় করতে হয়। এখন দেখার বিষয় তদন্তে কি উঠে আসে।