স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : বর্তমান কেন্দ্রীয় সরকারের ৮ বছর পূর্ণ হয়েছে। আর এই ৮ বছরে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব ভার গ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক জন কল্যাণ মুখী কাজ করে গেছেন। তাঁর দেখানো পথেই চলছে রাজ্য সরকার। সুশাসন, সেবা ও গরীব কল্যাণের মানসিকতা নিয়েই কাজ চলছে। বৃহস্পতিবার মোদী সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে এই সময়ের সাফল্য গুলি তুলে ধরে এই কথা বলেন বিজেপি-র কোর কমিটির সদস্য তথা উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। সবকা বিকাশের লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে।
একটা সময় উত্তর পূর্বাঞ্চলের বদনাম ছিল। এখন উত্তর পূর্বাঞ্চলের চেহারা বদলে গেছে। পর্যটক আসছে। শান্তি থাকলেই পর্যটন ক্ষেত্রের বিকাশ সম্ভব। এই শান্তি ও উন্নয়ন এনে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষের জন্যেই কাজ করবে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার। এই ৮ বছরে ৫০ টি বিধানসভার আসনের নির্বাচন হয়েছে। তাঁর মধ্যে কংগ্রেস ৪১ টিতে পরাজিত হয়েছে। মানুষের কাজ না করে কেবল তোষণ বাদ, ক্ষমতাঁর পেছনে পালালে এই ফল নিশ্চিত। কিন্তু বিজেপির কার্যকরতারা দিন রাত কাজ করে। নির্বাচন থাকুক আর না থাকুক। সেবাই সংগঠন এই মানসিকতা নিয়ে চলে বিজেপি বলে জানান বিজেপি-র কোর কমিটির সদস্য তথা উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।
আসন্ন উপ নির্বাচনে চারটি আসনেই জয়ী হবে বিজেপি। তিনি কটাক্ষ করে বলেন তিন গেলে চার আসন আসবে বিজেপি-র। চার আসন আসা মানেই আগামী দিনে ৬০ টি আসন পাবে বিজেপি। কোন প্রতিপ্রক্ষ নেই বলে জানান তিনি। রাজ্যের জন জাতিদের কল্যাণের জন্য বিশ্ব ব্যাঙ্ক থেকে ১৩০০ কোটি টাকা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর মার্গ দর্শনের এই প্যাকেজ পাওয়া সম্ভব হয়েছে। প্রত্যেক ১৫ দিন পর পর একজন কেন্দ্রীয় মন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের আসেন। আগের প্রধানমন্ত্রী আসাম থেকে জয়ী হয়েও সেখানে আসতেন না। বর্তমান প্রধানমন্ত্রী ৫০ বারের উপর উত্তর পূর্বাঞ্চলের সফরে এসেছেন। এটাই পার্থক্য বলে জানান বিজেপি-র কোর কমিটির সদস্য তথা উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর ভারত বর্ষের ক্যালচারে বদল এসেছে। সবার জন্য ন্যায়, কারোর জন্য পোষণ নয়। এই নীতিতে সরকার চলছে। দেশের স্ব ভিমান , সম্মান, সংস্কৃতি, ভাবনা ছিল দ্বিতীয় বিষয়। আগে থাকত ভোট ব্যাঙ্ক। কিন্তু আজকে রাষ্ট্র সর্ব প্রথম ও সর্ব পরি বলে জানান তিনি। বিজেপি নিজের ক্ষমতায় নির্বাচনে লড়াই করবে। কারুর সহায়তার প্রয়োজন নেই। সাংগঠনিক ভাবে শক্তিশালী বিজেপি বলে জানান বিজেপি-র কোর কমিটির সদস্য তথা উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ।এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সহ- সভাপতি তথা মন্ত্রী রামপদ জমাতিয়া, সম্পাদক রতন ঘোষ।