স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ মে : লম্পট যুবকের বাইকের ধাক্কায় সোমবার মৃত্যু হয়েছে তিন বছরের এক শিশুর। বুধবার মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। দোষী বাইক চালকের কঠোর শাস্তির দাবী জানায় মৃত শিশুর পরিবার।
মৃত শিশুর নাম আবির দাস এবং অভিযুক্ত বাইক চালকের নাম উজ্জ্বল মিয়া। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সংসদ রাজিব ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। গোটা এলাকার মানুষ গত দুদিন ধরে মর্মাহত হয়ে আছে। দোষী বাইক চালককে আটক করেছে পুলিশ। সকলের চায় বাইক চালক উজ্জ্বল মিয়ার যাতে কঠোর শাস্তি হয়। এবং এই ঘটনার পর পরিবারের সাথে দেখা করে সমবেদনাও জানিয়েছেন সাংসদ।