Friday, June 20, 2025
বাড়িরাজ্যপুলিশের হাত থেকে বাঁচতে আত্মহত্যার চেষ্টা অভিযুক্ত নেশা কারবারির

পুলিশের হাত থেকে বাঁচতে আত্মহত্যার চেষ্টা অভিযুক্ত নেশা কারবারির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ মে :পুলিশের হাতে ধরা পড়তেই আত্মহত্যার চেষ্টা অভিযুক্ত নেশা কারবারির। চাঞ্চল্যকর এই ঘটনা কৈলাসহরে ভগবান নগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্তের নাম আজাদ আলী। জানা যায়, গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তি করে বুধবার কৈলাসহর থানার পুলিশ অভিযান চালিয়ে আজাদ আলীর বাড়ি থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করেছে। অভিযানে বাজেয়াপ্ত করা হয় মোট নব্বই কৌটা ব্রাউন সুগার। স্থানীয় সূত্রে জানা গেছে, আজাদ আলী দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে যুক্ত।

পূর্বেও এই অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। কিন্তু বুধবার অভিযানের সময় পুলিশের উপস্থিতিতে সে অসুস্থতার ভ্যান করে জানায়, তার প্রেসার বেড়েছে। ঔষধ খেতে হবে। পুলিশ সন্দেহ না করে তাকে ঔষধ খাওয়ার অনুমতি দিলে সে সুযোগ নিয়ে বিষ জাতীয় দ্রব্য সেবন করে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনাটি বুঝতে পেরে পুলিশ তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে ভগবান নগর জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আজাদ আলী পুলিশি নিরাপত্তায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, আজাদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। এতদিনে এলাকার মানুষের নাকের ডগায় বসে যে মাদক ব্যবসা করছিল, তা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, শুধুমাত্র আজাদ আলী নয়—এই চক্রের সঙ্গে যারা যুক্ত, তাদের সবাইকে শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। তারা প্রশাসনের কাছে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য