স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ মে : বুধবার সকালে গভর্নমেন্ট পেনশনার্স এসোসিয়েশন ত্রিপুরার রামনগর জোনের দশম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন ১০ জনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়। বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয় উজ্জয়ন্ত মার্কেটে মধ্যে সংগঠনের কার্যালয়ে। সাধারণ সভায় পাঁচজন প্রবীণ সদস্যকে সংবর্ধনা জ্ঞাপণ করা হয়। তাঁরা হলেন সুজিত রঞ্জন দত্ত, সতীশ চন্দ্র ঘোষ, নীহারেন্দু মজুমদার, শিপ্রা মুখার্জী ও অর্চনা চৌধুরী। এই সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে জি পি এ টি’র সাধারণ সম্পাদক বাদল বৈদ্য, সহ সভাপতি হারান মজুমদার এবং সম্পাদক মধুসূদন চক্রবর্তী উপস্থিত ছিলেন।
জি পি এ টি’র সাধারণ সম্পাদক বাদল বৈদ্য জানান, কর্মসংস্থান কমে যাচ্ছে, ঘরে ঘরে বেকারের সংখ্যা বাড়ছে। গোটা রাজ্যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে এই সাধারণ সভার আয়োজন করা হয়েছে। আজকের এ সাধারণ সভা থেকে পেনশনারদের ডিআর -এর বঞ্চনা সহ তেইশ দফা দাবিতে সরকারের উদ্দেশ্যে পুনরায় দাবি উত্থাপন করা হয়। বিগত দিনে গণঅবস্থানের আয়োজন করা হয়েছিল। এই গণ অবস্থানের মধ্য দিয়ে রাজ্যের মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। কারণ সাধারণ মানুষ এই সমস্যাগুলি উপলব্ধি করেছেন। পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সময় চাওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। একই সঙ্গে রাজ্যের মুখ্য সচিবের দৃষ্টি আকর্ষণ করে দাবিগুলি উত্থাপন করা হলেও উনার কাছ থেকেও কোন সাড়া পাওয়া যায়নি। কিন্তু দিন দিন ন্যায্য দাবিগুলি মিলছে না। বিশেষ করে ২২ শতাংশ ডিআর এখন পর্যন্ত তাদের বঞ্চনার করে রেখেছে সরকার। তাই পুনরায় তারা কর্মসূচি গ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছে বলে জানান।