স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : রাজ্য শিক্ষা দপ্তর একের পর এক ছাত্র বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে হাজার হাজার টাকা সংগ্রহ করা হচ্ছে। কিন্তু রাজ্য সরকার বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করার সময় বলেছিল সম্পূর্ণ বিনামূল্যে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে পারবে।
কিন্তু এখন গরিব ছেলে মেয়েদের কাছ থেকে লুট করা শুরু করে দিয়েছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় এন এস ইউ আই। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান এন এস ইউ আই -র রাজ্য সভাপতি সম্রাট রায়। তিনি আরো বলেন রাজ্য শিক্ষা দপ্তরের একের পর এক দুর্নীতি করে চলছে। এর বিরুদ্ধে কোনরকম তদন্ত হচ্ছে না। এন এস ইউ আই এর তদন্ত দাবি করে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানায় বলে জানান তিনি।