স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : রেলের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির। মৃতের নাম মনিন্দ্র দাস। বয়স ৩০ বছর। ঘটনা রাজধানীর সুভাষনগর রেল ব্রিজ এলাকায়। বাড়ি প্রতাপগড় সুভাষনগর এলাকায়।
জানা যায়, মনিন্দ্র দাসের পরিবারের অশান্তির জেরে আত্মহত্যা ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা। এবং মনিন্দ্র দাস প্রায়ই মদমত্ত অবস্থায় বাড়িতে ফিরতেন। পরিবারের লোকজনদের সাথে বিভিন্ন বিষয়ে বিবাদ ঘটত। আর এর জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা এলাকাবাসীর। পুলিশ জানায় মৃতদেহ পড়ে আছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে তদন্তের পর মৃত্যুর কারণ নিয়ে স্পষ্ট হবে পুলিশ।