স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : আইনমন্ত্রী যুবকদের ক্ষুধার্থ, বেকারত্বের সুযোগ নিয়ে মোহনপুর জোড়ে বিরোধী রাজনৈতিক দলের উপর গুন্ডাতন্ত্র চালাচ্ছেন। কারণ বিধানসভার দিন যত ঘনিয়ে আসছে ততই শাসকদলের পায়ের নীচের মাটি সরে যাচ্ছে, জনবিচ্ছিন্ন হচ্ছে, মানুষজন পাচ্ছে না, কিছু স্কিমের প্রলোভন দেখাচ্ছে বিজেপি।
মোহনপুরে আক্রান্ত কারীদের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার এমনটাই অভিযোগ সি.পি.আই.এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর। তিনি বলেন, গত ৩১ মে যে সন্ত্রাস দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা ধরে মোহনপুর বিধানসভা কেন্দ্রের ৪০-৫০ কিলোমিটার এলাকাজুড়ে হয়েছে, তা স্তম্বিত হওয়ার মতো ঘটনা। আইনমন্ত্রী বিধানসভা কেন্দ্রে এতটা উৎশৃংখল হয়ে পড়েছে শাসকদলের কিছু দুর্বৃত্ত। তা অভাবনীয়। অসুস্থ মা ও শিশু কেউ তাদের হাত থেকে রক্ষা পায় নি। বিজেপি দুর্বৃত্তরা বলছে বিজেপি ছাড়া অন্য কোন দল করা যাবে না। সিপিআইএম সমর্থিত আত্মীয় পরিজন এবং কোন কর্মী সমর্থক তাদের বাড়িঘরে আসতে পারবে না বলে হুমকি দিচ্ছে। শাসক দল এভাবে সন্ত্রাস করে বিরোধীদল সি.পি.আই.এমের অধিকার হরণ করতে পারবে না বলে জানান শ্রী চৌধুরী। এদিন জিতেন্দ্র চৌধুরীর সাথে ছিলেন সি.পি.আই.এম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ মহাকুমার কমিটি নেতৃত্ব।