Monday, January 13, 2025
বাড়িরাজ্যবিলোনিয়া রাধানগরে সি.পি.আই.এম ও বিজেপি'র সংঘর্ষ

বিলোনিয়া রাধানগরে সি.পি.আই.এম ও বিজেপি’র সংঘর্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : পুলিশের সামনে বামেদের বিক্ষোভ মিছিলের উপর শাসক দলের দুর্বৃত্তদের হামলার অভিযোগ। গুরুতর আহত হয় ১০ জন। ঘটনা বিলোনিয়া মহাকুমা রাজনগর একশ কার্ড স্থিত রাধানগর এলাকায়। জানা যায় বুধবার বিকাল চারটায় সিপিআইএমের একটি মিছিল শুরু হয়। মিছিল থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি তীব্র প্রতিবাদ জানানো হয়।

 মিছিলটি শুরু হয়ে কিছুটা পথ এগিয়ে গেলেই রাধানগর বাজার এলাকায় শাসকদলের কর্মীদের সাথে মুখোমুখি হয় সি.পি.আই.এম কর্মী সমর্থকরা। সেখানে শাসক দলের কর্মী-সমর্থকদের মিছিলে বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। সি.পি.আই.এম কর্মী-সমর্থকরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলে সেখানে। শুরু ইট পাটকেল ছড়াছড়ি। ক্ষণিকের মধ্যে পরিস্থিতি লংকাকাণ্ডে রূপ ধারণ করে নেয়। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ অফিসার থাকলেও তেমন কোনো ভূমিকা না থাকায় তীব্র অসন্তোষ বিরোধী দলের কর্মীদের মধ্যে। গুরুতর আহত হয় ১০ জন সি.পি.আই.এম কর্মী সমর্থক। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু সেখানে গিয়েও বিজেপি দুর্বৃত্তরা মারধর করে সি.পি.আই.এম কর্মী সমর্থকদের উপর বলে অভিযোগ। এদিন মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন বিধায়ক সুধন দাস, সি.পি.আই.এম বিলোনিয়া মহাকুমা কমিটির নেতৃত্ব তাপস দও। পুলিশের সামনেই এদিনের ঘটনার তীব্র নিন্দা জানায় সিপিআইএম মহকুমা কমিটি। পাল্টা অভিযোগ বিজেপি’র। এলাকার শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য বিরোধী দলের চক্রান্ত। পরবর্তী সময়ে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ টি.এস.আর সহ আধা সামরিক বাহিনী। বর্তমানে পরিস্থিতি থমথমে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য