Friday, March 29, 2024
বাড়িজাতীয়কাশ্মীরি পন্ডিতদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন কেজরিওয়াল, বললেন কাশ্মীরে তাঁদের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে

কাশ্মীরি পন্ডিতদের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন কেজরিওয়াল, বললেন কাশ্মীরে তাঁদের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে

নয়াদিল্লি, ১ জুন (হি.স.): কাশ্মীর উপত্যকায় কাশ্মীরি পন্ডিতদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়ে বুধবার কেজরিওয়াল বলেছেন, আমি ভারত সরকারের কাছে আবেদন করছি, কাশ্মীরে কাশ্মীরি পন্ডিতদের পুনঃপ্রতিষ্ঠা করতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার ডিজিটাল সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছেন, ১৯৯০-এর দশকে তাঁদের সঙ্গে ঠিক যেমন ঘটেছিল এখন ফের কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে একই ঘটনা ঘটছে। তাঁদের বাড়ি, অফিস ও রাস্তাঘাটে টার্গেট করে হত্যা করা হচ্ছে। এটা মানবতা ও দেশবিরোধী এবং কেউ এটা বন্ধ করতে কিছু করছে না। কেজরিওয়াল বলেছেন, কাশ্মীরি পণ্ডিতরা যখন এর বিরুদ্ধে সরব হচ্ছেন তখন তাঁদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। চলতি বছরেই ১৬ জন কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা হয়েছে৷ আমি তাদের উচ্চ পর্যায়ের নিরাপত্তা দেওয়ার দাবি জানাই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য