স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুন : লক নিয়ে যাওয়ার সময় কাঞ্চনপুর লালজুড়ি বাজার সংলগ্ন স্টিল ব্রিজ ভেঙে ৫০ ফুট নিচে নদী জলে পড়ল লরি। গুরুতর আহত ১০ জন। মৃত হয় তিনজনের। জানা যায়, বুধবার লালঝুরিতে যাওয়ার সময় লালঝুরি বাজারের এলাকার ষ্টীল ব্রীজের উপর গাড়িটি উঠলে ব্রিজ ভেঙ্গে যায়।
নীচে নদীতে পড়ে যায় গাছের লক বোঝাই লরিটি। আহত হয়েছেন ১০ জন। আহতদের উদ্ধার করে লালঝুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রথমে কাঞ্চণপুর ও পরে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা করা হয় । দুর্ঘটনায় নিহতদের নাম ভাগ্য চাকমা, বয়স ২৮ বছর , রঞ্জিত চাকমা, বয়স ৩২ বছর, বাড়ী নেতাজীনগর, অরুন নাথ , বয়স ৪২ বছর, বাড়ি লালজুরি কামার ঘাট। দুর্ঘটনা গ্রস্থ লরির নাম্বার টি আর ০২ এ ১৫২৭। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঞ্চনপুর মহকুমা শাসক ও কাঞ্চনপুর থানার পুলিশ। বর্তমানে নিহতদের লালঝুরি প্রাথমিক হাসপাতালে রাখা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়।