স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ মে : কমলপুর দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টের সামনে লরির ধাক্কায় গুরুতর আহত নিপিতা দেববর্মা নামে এক গৃহবধূ। ঘটনায় আহত গৃহবধূ মাথায় ও হাঁটুতে প্রচন্ড আঘাত পায়। স্বামীর নাম পবিত্র দেববর্মা। বাড়ি দুর্গা চৌমুহনী এলাকায়। পরে দমকল কর্মীদের খবর দেওয়া হলে তারা এসে ঘটনাস্থল থেকে কমলপুর হাসপাতালে আহত মহিলাকে নিয়ে আসে।
প্রাথমিক চিকিৎসার পর উনাকে আশংকাজনক হওয়ায় কুলাই হাসপাতালে রেফার দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান রাবার বাগানে কাজ করতে যাবার সময় কুমারঘাটের দিক থেকে দ্রুত গতিতে আসা বারো চাকার ডাম্পার লরির ধাক্কায় ঘটে এই দুর্ঘটনা। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মলিন দেববর্মা জানান রোগীর মাথায় এবং পায়ে প্রচন্ড আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা সেরে কুলাই রেফার করে দেওয়া হয়েছে। আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক। এদিকে ক্ষুব্দ এলাকাবাসী ঘটনার পরই ২০৮ নং জাতীয় সড়ক অবরোধ করে বসে। ভাঙচুর করে গাড়িটি। গাড়ির নম্বর TR 01 AW 1610 । গাড়ি চালকের নাম তাপস সাহাজিৎ।