স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : দলের হাল যুবকরা ছাড়ার পর থেকে মাইলেজ পাচ্ছে না শাসক দল বিজেপি। আসন্ন উপনির্বাচনের আগে যুবকদের আবার দলে নিয়ে আসার সংকল্প নিয়েছেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উল্লেখ্য, মঙ্গলবার ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এইদিনের সাংগঠনিক বৈঠকের সূচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক টিঙ্কু রায়, কিশোর বর্মণ, ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি নবাদল বনিক সহ অন্যান্যরা। এইদিন প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়। এইদিনের সাংগঠনিক বৈঠকে আলোচনা করতে গিয়ে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি নবাদল বনিক বলেন এইদিনের বৈঠকের মূল উদ্দেশ্য আগামী দিনের নির্বাচনের রণকৌশল তৈরি করা। পাশাপাশি সংগঠনের বিগত দিনের কাজের পর্যালোচনা সহ আগামিদিনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন যুব মোর্চার কার্যকরতারা নিজের কথা চিন্তা না করে সর্বদা অন্যের কথা চিন্তা করে।