স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : উপনির্বাচনে শাসক দলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে ময়দানে ঝাপিয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের আধিকারিকের কাছে মঙ্গলবার দ্বারস্থ হয়ে ডেপুটেশন প্রদান করা হয়।
পূর্বের অভিজ্ঞতা থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার দাবি জানায়। ডেপুটেশনের পর প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক জানান গত চার বছর তিন মাসে এরাজ্যে যে পরিস্থিতি নির্বাচন করার পক্ষে এটি স্বাভাবিক পরিস্থিতি নয়। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে ২০১৯ -এর লোকসভা নির্বাচনে যে ব্যাপক সন্ত্রাস হয়েছে তা গোটা দেশে নজিরবিহীন। একই অবস্থা প্রত্যক্ষ করা গেছে পৌরসংস্থার নির্বাচনে। তাই আসন্ন উপনির্বাচন যাতে অবাধ শান্তিপূর্ণ করা হয় তার জন্য দাবি জানানো হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিক আশ্বস্ত করেছেন ১০০ শতাংশ অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হবে। আরো বলেছেন সিসি ক্যামেরা, আধা সামরিক বাহিনী দ্বারা নির্বাচন সংঘটিত করা হবে। বিশেষ করে নির্বাচনের আগের দিন যাতে বিধানসভা কেন্দ্রে গুলিতে কোন ধরনের সন্ত্রাসমূলক ঘটনা সংঘটিত না হয় এবং পরের দিন যাতে মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তার জন্য কঠোর নিরাপত্তা বলয় থাকবে বলে আশ্বস্ত করেন। এদিন ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধিদলে এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি পিযুষ কান্তি দেব রায়, প্রকাশ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।