স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : মঙ্গলবার সারা বিশ্বের সাথে রাজ্যেও পালিত হয় বিশ্ব তামাকমুক্ত দিবস। এদিন রাজধানীর বেসরকারি হাসপাতাল আইএলএস এর উদ্যোগে সকালে এক প্রভাত ফেরীর আয়োজন করা হয়। যার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয় ।
র্যা লিটি আইএলএস হাসপাতাল থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পুনরায় আইএলএস হাসপাতালয়ে গিয়ে শেষ হয়। র্যা লিতে আইএলএস হাসপাতালের কর্মী সহ প্যারামেডিকেল সাইন্স এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তামাক জাতীয় দ্রব্য সেবন করলে শরীরে নানান ব্যধী হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায় তামাক জাতীয় দ্রব্যের সেবন বেশি। তাই তামাক বর্জন করার আহ্বান নিয়ে র্যা লীর আয়োজন বলে জানান সিনিয়র ম্যানেজার মেডিকেল সার্ভিস ডাঃ অর্চনা দত্ত।