স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : খুঁটির অভাবে দীর্ঘ দেড় বছর ধরে মিলছে না বিদ্যুৎ সংযোগ। নিগম থেকে চাওয়া হল কুড়ি হাজার টাকা। এধরনের চাঞ্চল্যকর অভিযোগ খোদ বিদ্যুৎ মন্ত্রীর বিধানসভা এলাকায়। বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য দেড় বছর ধরে অপেক্ষায় রয়েছে মিনতি দাস । দেড় বছর পূর্বে বাড়িতে স্থায়ী বিদ্যুৎ সংযোগের জন্য তিনি আবেদন করেছেন বিশ্রামগঞ্জ সিনিয়র ম্যানেজার ইলেকট্রিক অফিসে। বহু দৌড়ঝাঁপ করেছেন।
পঞ্চায়েত থেকে ইলেকট্রিক অফিস সব জায়গায় গিয়েছেন মিনু শুধুমাত্র বাড়িতে স্থায়ী বিদ্যুৎ লাইনের জন্য। দেড় বছর চলে গেলেও বিদ্যুৎ সংযোগ পান নি তিনি। ঘটনা চরিলাম আর ডি ব্লকের অন্তর্গত চেচুড়ী মাঈ গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড খালা ভাঙ্গা এলাকায়। দুই থেকে আড়াই বছর হয়েছে বাড়ি করেছেন মিনতি । মিনতির একটি মেয়ে রয়েছে। বাড়ি করার পর থেকে মেয়েটি রাত্রিবেলায় মোমবাতি আলো দিয়ে পড়াশোনা করাতে হয়ে। এবছর মিনতির মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পরীক্ষার কয়েকদিন আগে বেশ কয়েকবার বিদ্যুৎ নিগমের অফিসে গিয়েছিলেন। কিন্তু নিগমের অফিসার বাবুরা বার বার বলেছেন অপেক্ষা করার জন্য। কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। পরবর্তী সময় পুনরায় দপ্তরের আধিকারিকদের দ্বারস্থ হলে বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিয়ম অফিস থেকে বলে দেওয়া হয়েছে বিদ্যুৎ খুঁটি নেই। ২০ হাজার টাকা লাগবে। নাহলে মিনতি যাতে পঞ্চায়েতে গিয়ে কথা বলে। তখন মিনতি দাস পঞ্চায়েতকে বিষয়টি জানিয়েছেন। পঞ্চায়েত থেকে ও রেজুলেশন পাঠিয়ে দেওয়া হয়েছে ইলেকট্রিক অফিসে। যাতে করে বিদ্যুৎ খুঁটি দিয়ে মিনতির দাসের বাড়িতে বিদ্যুৎ কানেকশন দিয়ে দেওয়া হয়। তারপরেও বিদ্যুৎ দপ্তরের কোনো হেলদোল নেই। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে এবং রাত্রিবেলায় মেয়েটির পড়াশোনা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ। বিদ্যুৎ মন্ত্রীর এলাকায় এ ধরনের অভিযোগ কোন নতুন নয়, আগেও বহুবার এ ধরনের অভিযোগ তুলেছেন এই বিধানসভা কেন্দ্রের মানুষ।