স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : চুক্তির বিনিময়ে গাঁজা পাচার করতে গিয়ে আটক লরি চালক। মঙ্গলবার সকালে লরি থেকে আটক হয় ৭০০ কেজি শুকনো গাঁজা। বাইজালবাড়ির ফাঁড়ির পুলিশ লরি চালককে আটক করেছে। আটককৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। ধৃত গাড়িচালকের নাম আজাদুর রহমান। বাড়ি পানিসাগর এলাকায়। ধৃত যুবকের বিরুদ্ধে খোয়াই থানার পুলিশ এনডিপিএস ধারায় একটি মামলা নিয়েছে।
পুলিশ জানায়, এ এস ১১ সি সি ৬৭১৫ নাম্বারের একটি লরি শিলচর বরখলা বটলিং প্লান্ট থেকে ৩২৪ টি গ্যাস সিলিন্ডার নিয়ে আসে তেলিয়ামুড়া এক গোডাউনে। লরি থেকে ভর্তি গ্যাস সিলিন্ডার নামিয়ে খালি সিলিন্ডার তোলার সময় লরি চালক সোমবার রাতে সিধাই থানাধীন হেজামারা এলাকায় চলে যায়। রাতে স্থানীয়রা গাঁজা কারবারিরা লরি থেকে সাত শতাধিক কেজি গাঁজা তুলে খালি গ্যাস সিলিন্ডার গুলোকে সাজিয়ে রাখে। মঙ্গলবার ভোরে গাড়িটি গাঁজা নিয়ে হেজামারা থেকে খোয়াই হয়ে চোরাই বাড়ির দিকে রওনা দেয়। বাইজাল বাড়ি আসতেই লরিটিকে আটক করে পুলিশ। পরে গাড়িটিতে তল্লাশি চালালে বের হয়ে আসে ৭০০ কেজি প্যাকেট বন্দি শুকনো গাজা। পুলিশের জেরার মুখে গাড়ির চালক জানিয়েছে চুড়াইবাড়ি পর্যন্ত এই গাঁজা গুলো পৌঁছে দেওয়ার জন্য তাকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। পুরো ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানায় পুলিশ। পুলিশের ধারণা ঘটনার তদন্তে বের হয়ে আসবে গাঁজা পাচারের সাথে জড়িতদের নাম।