স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ মে : আগামী ১০ জুন ছুটির দিনে ঘোষিত এন্টান্স পরিক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে উচ্চ শিক্ষা দপ্তরে মঙ্গলবার ডেপুটেশন করেন এন এস ইউ আই -র এক প্রতিনিধি দল। তাদের দাবি সেদিন মুসলিম ধর্মালম্বী মানুষদের উৎসব রয়েছে।
তাই ছুটির দিনে এন্ট্রান্স পরীক্ষা না নিয়ে অন্য কোন দিনে পরীক্ষা নেওয়ার জন্য দাবি জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের কাছে। দপ্তরে আধিকারিকদের কাছ থেকে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের গোচরে নেওয়া হবে বলে আশ্বাস পাওয়া গেছে বলে জানান এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়।