স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : তৃণমূল কংগ্রেসে যোগদান করলো শাসক দলের আরো এক হেভিওয়েট নেতা। বুধবার প্রদেশ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পরীক্ষিত দেববর্মা।
তিনি বিজেপি’র হয়ে তিনবার লড়াই করেছেন। এবং তিনি ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল কাউন্সিল মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রদেশ বিজেপি’র সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কিন্তু শাসক দল বিজেপি’র শাসন ক্ষমতার উপর আস্থা হারিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। বুধবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ তৃণমূল কংগ্রেসের আহব্বায়ক সুবল ভৌমিক। তিনি বলেন পরীক্ষিত দেববর্মা শান্তি বাজার বিধানসভা কেন্দ্র থেকে তিনবার লড়াই করেছেন। এবং লোকসভায় সংরক্ষিত পূর্ব আসন থেকেও লড়াই করেছিলেন। উনার নেতৃত্বে প্রায় ২ হাজার কর্মী সমর্থক রয়েছে। তাদের আগামী কিছুদিনের মধ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করাবেন পরীক্ষিত দেববর্মা বলে জানান তিনি। যোগদান সভায় পরীক্ষিত দেববর্মা হাতে দলীয় পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ এবং রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব।