স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : সম্প্রতি বাংলাদেশের দুর্গাপূজাকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে গত দু’দিনে ত্রিপুরা রাজ্যে এক প্রকার অশান্তির পরিস্থিতি সৃষ্টি করার প্রচেষ্টা চলছে।
এ ধরনের পরিস্থিতি যাতে ত্রিপুরা রাজ্যে সৃষ্টি না হয়, তা রুখতে রাজ্য পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে তার জন্য দাবি জানিয়ে বুধবার ত্রিপুরার ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্য ডেপুটেশন প্রদান করা হয়। তবে ইতিমধ্যে প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে তার দাবি জানায় প্রতিনিধিদলটি। প্রতিনিধি দলে উপস্থিত টি ডি এফ -এর প্রদেশ যুব সভাপতি অনির্বাণ সাহা জানান, গত দুইদিনে ত্রিপুরা রাজ্যে যে পরিস্থিতি সৃষ্টির প্রচেষ্টা চলছে, তা যাতে প্রশাসন কঠোর ভাবে মোকাবিলা করে। ত্রিপুরা রাজ্যে সমস্ত ধর্মের মানুষের মধ্যে যাতে সুভ্রাতৃত্বময় সম্পর্ক বজায় থাকে। ত্রিপুরা রাজ্যে সাম্প্রদায়িক কোনো অশান্তি কাম্য নয়। আর যদি এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আগামী দিনে ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।