Friday, February 14, 2025
বাড়িরাজ্যআগরতলা পুর নিগম নির্বাচন : প্রথমদিনে জমা পড়ল ৪৪টি মনোনয়নপত্র

আগরতলা পুর নিগম নির্বাচন : প্রথমদিনে জমা পড়ল ৪৪টি মনোনয়নপত্র

আগরতলা, ২৭ অক্টোবর (হি. স.) : আগরতলা পুর নিগমের নির্বাচনে বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন। প্রথম দিনে বিভিন্ন দলের মোট ৪৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। এদিন আগরতলা পুর নিগমের ১ থেকে ১৭ নং ওয়ার্ডের রিটার্নিং অফিসার তথা সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাসের কাছে ১৪টি মনোনয়নপত্র জমা পড়েছে।

 ১৮ থেকে ৩৪ নং ওয়ার্ডের রিটারর্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক অসীম সাহার কাছে ১৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। ৩৫-৫১ নং ওয়ার্ডের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক অসীম সাহার কাছে ১৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। উল্লেখ্য, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে সিপিআই (এম) ৩৯টি, সিপিআই ৩টি, আরএসপি দলের ২টি মনোনয়নপত্র জমা পড়েছে।

প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুর ও নগর সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর ভোটের ফলাফল ঘোষিত হবে। ত্রিপুরায় সমস্ত রাজনৈতিক ভোটের প্রস্তুতি নিয়েছে। শাসক দল বিজেপি আগামী শুক্রবার সম্ভবত পুর ও নগর সংস্থা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা দেবে। আজ আগরতলা পুর নিগম নির্বাচনে বামফ্রন্ট আংশিক প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য