স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : সোমবার সি আই টি ইউ -এর ৫৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এদিন সি আই টি ইউ রাজ্য দপ্তরে পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত সি আই টি ইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত জানান, দেশ এবং রাজ্যে শাসক দল বিজেপি শ্রমিক বিরোধী যে কার্যকলাপ করছে তার বিরুদ্ধে আগামী দিনে দেশে আরো বেশি আন্দোলন সংগঠিত করা হবে।
বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যে গণতন্ত্র নেই, মানুষের বাক স্বাধীনতা নেই, কাজ নেই, খাদ্য নেই এক অরাজক পরিস্থিতি রাজ্যে সৃষ্টি হয়ে আছে। এমন অরাজক পরিস্থিতি স্বাধীনতার পর কখনো দেখা যায়নি। তাই বিগত দিনের মতো আগামী দিনের আন্দোলন অব্যাহত রাখতে প্রতিষ্ঠা দিবস থেকে সোচ্চার হচ্ছে বাম শ্রমিক সংগঠনের সদস্যরা বলে জানান শংকর প্রসাদ দত্ত। এদিন আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃবৃন্দ।