স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : ৯ দফা দাবিতে ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট কমিটি আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধের ঘোষণা দেয় সোমবার। এদিন আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ডিপ্রাইভ রিটার্নিস মুভমেন্ট কমিটির সাধারণ সম্পাদক অমৃত রিয়াং জানান, আগামী ৫ জুন আসাম- আগরতলা সড়কের চম্পকনগর ব্রীজ সংলগ্ন এলাকায় সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয় ।
তিনি জানান মুখ্যসচিব, জেলা শাসক, সহ উপজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক ও মন্ত্রীর সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। কিন্তু তাদের ৯ দফা পূরণের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত সেই দাবি পূরণ করা হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে কোন সদুত্তর না পেলে সড়ক অবরোধ করবেন তারা। তাদের দাবি ৪৮ টি গ্রুপের ৮৫৯ জন নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে এসে তারা কোন সুযোগ সুবিধা পায়নি। তাই ৯ দফা দাবী সরকারের কাছে জানানো হয়। ২০২১ সালের অক্টোবর মাসে একবার আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় নির্বাচন থাকায় সরকারের অনুরোধে আন্দোলন প্রত্যাহার করা হয়। এর পরেও কোন সুরাহা না হওয়ায় ফের আন্দোলন কর্মসূচীর ঘোষণা করেন তারা। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তিনি।