Friday, March 29, 2024
বাড়িরাজ্যআদালতে মুখ পুড়লো পুলিশের

আদালতে মুখ পুড়লো পুলিশের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : বিজেপি আর পুলিশের যুগলবন্দীতে মিথ্যে মামলায় ফাঁসানো হলো যুব মোর্চার প্রাক্তন নেতাকে। আর শেষ পর্যন্ত আদালতে মুখ পুড়লো পুলিশের। ঘটনা কমলা সাগর বিধানসভা এলাকায় । জামিনে মুক্তি পেলেন অভিযুক্ত প্রশান্ত সরকার। জানা যায়, শুক্রবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রে একটি যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে ৬০ পরিবারের প্রায় তিনশো এর উপরে ভোটার জাতীয় কংগ্রেসের পতাকা তলে সামিল হন।

এর মধ্যে ছিলেন যুব মোর্চার প্রাক্তন মণ্ডল সদস্য প্রশান্ত সরকারও। অভিযোগ সেদিন রাতেই একদল দুষ্কৃতি প্রশান্ত সরকারের বাড়িতে হামলা চালায়। তাকে বেধড়ক মারধর করে। পরে মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। শনিবার তাকে বিশালগড় আদালতে তোলা হয়। খবর পেয়ে আগরতলা থেকে যুব কংগ্রেসের নেতৃত্ব ছুঁটে যান বিশালগড় আদালতে। কংগ্রেসের আইন জীবি প্রশান্ত সরকারের হয়ে সওয়াল করেন। আদালত তাকে জামিনে মুক্তি দেয়। যুব কংগ্রেসের প্রতিনিধিরা যখন পুলিশ এবং বিজেপির যুগলবন্দীর বিষয়টিকে উত্থাপন করেছে তখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করলো ” পুলিশ তুমি কার ” ? প্রশ্ন উঠতে শুরু করলো ” পুলিশ তুমি কী আইনের রক্ষক ” ? নাকি তুমি শাসক দলের তল্পি বাহক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য