স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : উপ নির্বাচনের আগে হেলিকপ্টার চড়ে যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রে পারদ মাপতে গেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত কর্মী এবং নেতৃত্ব দের নিয়ে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায়, জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ দলীয় অন্যান্য নেতৃত্ব ।
ইতিমধ্যেই রাজ্যের ৪ টি আসনে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন । তার মধ্যে ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রটি রয়েছে । তাই নির্বাচনী রণকৌশল তৈরি করতেই এই সাংগঠনিক বৈঠকের আয়োজন বলে দলীয় সূত্রে খবর। পরবর্তীতে মুখ্যমন্ত্রী জেলাশাসকের অফিস কার্যালয়ে সরকারি আমলাদের নিয়ে এক বৈঠকে যোগ দেন । মুখ্যমন্ত্রী জানান রাজ্যের চারটি আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপ নির্বাচনকে সাংগঠনিক বৈঠকের আহ্বান জানানো হয়েছে। নির্বাচনী রনকৌশল ঠিক হবে বৈঠকে। চারটি কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা জয়ী হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তবে এবার যুবরাজ নগর সফর ঘিরে মুখ্যমন্ত্রীর টিকিট নিয়ে সংশ্রয় সৃষ্টি হয়েছে। আসলে কোন বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়তে চলেছেন মুখ্যমন্ত্রী?