স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : বুধবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে দুদিনের রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় কৃষি কৃষক কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী। এদিন ইম্ফল থেকে বিমানে আসেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা করন্দালজে। রাজ্যে এসে মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্য মূলক সাক্ষাৎকারে মিলিত হন তিনি।
এছাড়াও ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ অন্যান্য আধিকারিকেরা। রাজ্যে জৈব পদ্ধতিতে উৎপাদিত কৃষিজ ফসলের প্রচারের ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যাবতীয় সহায়তা করার আশ্বাস দেন। পরে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা করন্দালজে জানান রাজ্য থেকে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে তা ফিরে গিয়ে পর্যালোচনা করবেন। সমস্ত গুলি যাতে দ্রুত কার্যকর হয় তার জন্য বিশেষ ভাবে উদ্যোগ নেবেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন। ৪০ বছর পর ত্রিপুরা যুব ও কর্মদ্যোগী মুখ্যমন্ত্রী পেয়েছে। এটা রাজ্যের সৌভাগ্যের বিষয়।
কেন্দ্র ও রাজ্য এক হয়ে কাজ করবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন পুরনে কাজ করবে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক। বৃহস্পতিবার পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন। কেন্দ্রীয় প্রকল্প গুলির কাজ কি পর্যায়ে রয়েছে তা খতিয়ে দেখবেন বলে জানান তিনি। রাজ্যের কৃষকদের কোন সমস্যা থাকলে তা সমাধান করা হবে বলেও জানান তিনি।