স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার রেশ টেনে ত্রিপুরাকে অশান্ত করার প্রচেষ্টা চলছে। মন্দির মসজিদ আক্রমণ করে অশান্তি প্রচেষ্টার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ২৮ অক্টোবর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে কংগ্রেস কর্মী সমর্থকরা ধর্নায় বসবে।
এদিন সকাল ১১ টা থেকে ধর্নায় বসে আট ঘণ্টা বিক্ষোভ দেখানো হবে। সম্প্রতি রাজ্যে যারা অশান্তি সৃষ্টির প্রচেষ্টা করেছে তাদের গ্রেপ্তারের দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বুধবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি জানান, সম্প্রতি ত্রিপুরা যেসব দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে পুলিশকে আইনত কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহন করতে হবে বলে জানান শ্রী সিনহা।