Monday, February 10, 2025
বাড়িরাজ্যনিখোঁজ যুবকের রক্তাক্ত বাইক উদ্ধার

নিখোঁজ যুবকের রক্তাক্ত বাইক উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : তিনদিন ধরে রহস্য জনক ভাবে নিখোঁজ এক যুবক। জঙ্গল থেকে উদ্ধার রক্তের চিহ্ন সহ নিখোঁজ যুবকের বাইক। আতঙ্কিত পরিবার বিশালগড় থানার দ্বারস্থ। নিখোঁজ যুবকের নাম নুটন দাস। বাড়ি বিশালগড় থানাধীন দুর্গানগর শিবনগর এলাকায়।

 নুটন দাসের মা জানায় সোমবার রাত সাড়ে আটটা নাগাদ কেউ একজন ফোন করে নুটনকে কলমচৌড়া থানাধীন লাড়ুবাড়ি চৌমুহনী যাওয়ার জন্য বলে। নুটন প্রথমে যাওয়ার জন্য অসম্মতি জানালেও পরে বাড়ির লোকদের বাড়িতে আসতে দেরি হবে বলে জানিয়ে বাইকে করে লাড়ুবাড়ি চৌমুহনির উদ্দেশ্যে রওয়ানা হয়। মঙ্গলবার সন্ধ্যা ঘনিয়ে আসলেও নুটন বাড়িতে ফিরেনি। পরে তার সমস্ত আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর নেয় পরিবারের লোকজনেরা। কিন্তু কোন হদিস মেলেনি নুটনের। তার ফোনও সুইচ অফ। পরে মঙ্গলবার রাতে বিশালগড় থানায় মৌখিকভাবে অভিযোগ জানায় নোটনের পরিবার। বুধবার বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের পক্ষ থেকে।

যদিও কলমচৌড়া থানার পুলিশ বক্সনগর তেব্রা বাড়ি জঙ্গল থেকে একটি নীল রঙের অ্যাপাচি বাইক উদ্ধার করে। কিন্তু বাইকের নাম্বার প্লেট গুলো ভাঙ্গা। পরিবারের দাবি বাইকটি নুটনের। বাইকের একাধিক স্থানে রক্তের চিহ্ন রয়েছে বলেও জানা গেছে। জঙ্গল থেকে বাইক উদ্ধারের পর রহস্যের দানা বাঁধছে ঘটনায়। পরিবারের লোকদের আশঙ্কা নুটন আদৌ বেঁচে আছে কিনা। এখন দেখার অভিযোগ পেয়ে পুলিশ নিখোঁজ যুবক নুটন দাসকে খুঁজে বের করতে কী ভূমিকা গ্রহণ করে?

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য