স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মে : রাজ্যের চারটি আসনের উপ নির্বাচন আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে। ৩০ মে জারি করা হবে বিজ্ঞপ্তি। সেদিন থেকে মনোনয়ন দাখিলের পর্ব শুরু হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুন। মনোনয়ন পরীক্ষা হবে ৭ জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ জুন। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সদস্যদের উপস্থিতিতে মহাকরণে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের বক্তব্য সম্পর্কে অবগত করেন।
রাজ্য নির্বাচন কমিশনার কিরন গিত্যে জানান নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্ব দলীয় বৈঠক করা হয়েছে। ৬ টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। তাদের সাজেশন গুলি লিপিবদ্ধ করা হয়েছে। সব সময় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখবে নির্বাচন কমিশন। সুষ্ঠ ভাবে নির্বাচনী পক্রিয়া সম্পন্ন করতে সমস্ত দলের সহযোগিতার আহ্বান জানান তিনি। বিজেপি-র প্রতিনিধি জানান সর্ব দলীয় বৈঠকে বিরোধীরা তাদের মন খুলে বক্তব্য রাখতে পেরেছেন। এই পরিবেশ বিগত ২৫ বছর রাজ্যে ছিল না। নির্বাচন কমিশনের গাইড লাইন অনুযায়ী রাজ্যে গনতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক এবং তা মেনেই নির্বাচন হোক তার দাবি জানান বিজেপি। অন্যান্য দলের প্রতিনিধিরা ভোটার, প্রার্থী এবং কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়।