স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ অক্টোবর : আগরতলা পুর নির্বাচনে ৩৫ আসনের মনোনীত প্রার্থীকে নিয়ে বুধবার মনোনয়ন পত্র দাখিল করল বামফ্রন্ট। এদিন সকালে প্রার্থী ঘোষণার পর সকাল সাড়ে এগারোটা নাগাদ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে একটি মিছিল সংঘটিত হয়ে সদর মহকুমা শাসকের কাছে মনোনয়ন পত্র দাখিল করতে যায় প্রার্থীরা। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস।
উপস্থিত রতন দাস জানান, নাগরিকদের পুরসভা বিপর্যস্ত। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মূল উদ্দেশ্য হলো নাগরিকদের পরিষেবা পুনরায় ফিরিয়ে আনা। গণতন্ত্র পুনরুদ্ধার করা, কারণ রাজ্যের সাড়ে তিন বছরে গণতন্ত্র আক্রান্ত। শান্তি সম্প্রীতি নেই। তাই শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনা এবং বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।
অর্থাৎ সার্বিকভাবে নতুন উন্নত আগরতলা গড়ে তোলার আশা নিয়ে মনোনয়নপত্র জমা দিতে চলেছে প্রার্থীরা। মানুষ সাড়ে তিন বছরে দেখেছে বিজেপির অপশাসন। আর এই অপশাসন থেকে অভিজ্ঞতা নিয়ে মানুষ সিপিআইএমের পাশে আছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিন মিছিলে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করে। মিছিলটি শহরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে কামান চৌমুহনি পোস্ট অফিস চৌমুহনি সহ বিভিন্ন পথ পরিক্রমা করে সদর মহকুমা শাসক অফিসে যায়। সদর মহকুমা শাসক অসীম সাহার কাছে মনোনয়ন পত্র দাখিল করা হয়।