স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মে : সংসদ ও বিধানসভার উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ত্রিপুরার চারটি আসনের উপ-নির্বাচনের দিনক্ষণ বুধবার ঘোষনা করা হয়। নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হবে ৩০ শে মে। সেদিন থেকেই মনোনয়ন জমা পর্ব শুরু হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ জুন। মনোনয়ন পরীক্ষা ৭ জুন।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ জুন। চারটি আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ জুন। ভোট গণনা হবে ২৬ শে জুন। ইতিমধ্যে সবকটি রাজনৈতিক দল উপনির্বাচনের জন্য ঘর গুছিয়ে নিয়েছে। তবে আসন্ন উপনির্বাচন বহুমুখী লড়াই হবে বলে ধারণা রাজনৈতিক মহলের। তবে উপনির্বাচন রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ উপনির্বাচনের ৮-৯ মাস পর ত্রিপুরা বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচন ত্রিপুরার রাজনৈতিক দলের জন্য ফাইনাল ম্যাচ এবং উপনির্বাচনের চারটি আসন ত্রিপুরা সবকটি রাজনৈতিক দলের জন্যই সেমিফাইনাল বলা চলে। তবে গণতান্ত্রিকভাবে সবকটি রাজনৈতিক দল শক্তি মহড়া দেখাতে ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে। যাইহোক শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়া রাজ্যবাসী কাছে সবচেয়ে বড় প্রত্যাশা জনক। ত্রিপুরা ছাড়া পাঞ্জাবের সংসদের একটি আসন, উত্তরপ্রদেশের সংসদে দুটি আসন, অন্ধ প্রদেশের বিধানসভার একটি আসনে, দিল্লিতে বিধানসভা একটি আসনে এবং ঝাড়খন্ডে বিধানসভার একটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।