নয়াদিল্লি, ২৫ মে (হি.স.) : কেন্দ্রীয় সরকারকে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়ার আবেদনে বুধবার নোটিশ জারি করল দিল্লি হাইকোর্ট। ছয় সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিপিন সাঙ্ঘীর নেতৃত্বাধীন বেঞ্চ আগামী ৯ নভেম্বর পরবর্তী শুনানির নির্দেশ দেন।
আবেদনটি দায়ের করেছেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। আবেদনে বলা হয়েছে, বন্দে মাতরম দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বাধীনতার পরে জাতীয় সঙ্গীত জন গণ মনকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল কিন্তু বন্দে মাতরম ভুলে গিয়েছিল। এজন্য কোনও আইন করা হয়নি। পিটিশনে দাবি করা হয়েছে, সমস্ত স্কুলে বন্দে মাতরম জাতীয় সঙ্গীত হিসাবে বাজানো উচিত।
পিটিশন অনুসারে, গণপরিষদের চেয়ারম্যান ডঃ রাজেন্দ্র প্রসাদ ১৯৫০ সালের ২৪ জানুয়ারি জাতীয় সঙ্গীতে তাঁর ভাষণে বন্দে মাতরম এবং জন গণ মনকে সমান মর্যাদা দেওয়ার কথা বলেছিলেন। তাই সমস্ত স্কুলে বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত বাজানোর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে নির্দেশিকা জারি করা উচিত।